News:

কলেজ পরিচিতি

আধুনিক নাগরিক, সফল ব্যক্তিত্ব, মানবিক মূল্যবােধ ও সৎ চরিত্রবান জাতি গঠনে ঢাকার অদূরে সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘লিজেন্ড কলেজ একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান। ‘লিজেন্ড কলেজ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবাের্ড, ঢাকা- এর নিয়ম-কানুনের আওতায় লিজেন্ড ট্রাস্ট’ পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ত্রিশ লক্ষ অধিবাসী অধ্যুষিত অত্র অঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধুনিক ও যুগােপযােগী শিক্ষাদানের লক্ষ্যে লিজেন্ড কলেজের প্রতিষ্ঠা। প্রচেষ্টা জাতি গঠনে’- এ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে লিজেন্ড ট্রাস্টের শিক্ষা কার্যক্রম।

গুণগত শিক্ষা নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ উপহার দেয়ার লক্ষ্যে বাের্ডের অনুসৃত নীতি ও পদ্ধতির আলােকে গ্রুপ ডিসকাসন ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালনা কলেজের শিক্ষাদানের একটি নিজস্ব পদ্ধতি। উন্নত বিশ্বের সাথে প্রতিযােগিতায় টিকে থাকতে একুশ শতকের চ্যালেঞ্জ মােকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তুলতে এ প্রতিষ্ঠান সদা প্রস্তুত। এ কলেজের রয়েছে। স্বয়ংসম্পূর্ণ তিনটি শাখা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বহুমুখী বিকাশ সাধনে সারা বিশ্বে যে নতুন ধারণার উন্মেষ ঘটেছে তা বাস্তবায়নের লক্ষ্যে লিজেন্ড কলেজ প্রয়ােজনীয় শিক্ষা উপকরণ ও তার ব্যবহার নিশ্চিত করেছে।

লিজেন্ড কলেজ শিক্ষার্থীদের ভেতরে দৃঢ় চেতনা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে উন্নত। জাতি গঠনে ও জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সদা সচেষ্ট।

প্রাশাসনিক অবকাঠামো

“লিজেন্ড কলেজ” লিজেন্ড ট্রাস্ট কর্তৃক গঠিত উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নিয়ম- কানুনের অধীনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দাযিত্ব পালন করেন লিজেন্ড ট্রাস্ট সভাপতি জনাব মোঃ নুরুল হক। কলেজ সংক্রান্ত যাবতীয় নিয়ম -নীতি লিজেন্ড ট্রাস্ট নির্ধারণ করে থাকে।

লিজেন্ড ট্রাস্ট

সামাজিক অবক্ষয়ের প্রান্তে দাঁড়িয়ে আজ দেশ ও জাতি দিশেহারা। তাই সমাজের কল্যাণে কাজ করার মানসিকতায় একদল মানুষ নিজেদের শ্রম ও অর্থ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে ‘লিজেন্ড ট্রাস্ট’ শিরোনামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রেজিস্ট্রিভুক্ত। লিজেন্ড ট্রাস্টের নানামুুখী সমাজকল্যাণমূলক পরিকল্পনার প্রথম প্রয়াসই হলো ‘লিজেন্ড কলেজ’। লিজেন্ড ট্রাস্টের সকল সদস্য এ কলেজের মূল চালিকাশক্তি।